Gf এর ফটোতে চুমু দিতে গিয়ে ফোনের ভাঙ্গা গ্লাসে ঠোঁট কাটলো নাঈমের

বর্তমান সময়ের অধিকাংশ প্রেমই হয় ভার্চুয়াল কেন্দ্রিক।এর অন‍্যতম মাধ‍্যম মেসেঞ্জার/হোয়াটসএ‍্যাপ। 
অনেকদিন ফেবু তে ফ্রেন্ড হিসেবে থাকার পর মেসেঞ্জারে মত বিনিময় হয় নাঈম আর সিনথিয়ার।প্রথম দিকে একে অপরের খোঁজ খবর নিলেও পরবর্তীতে সিনথিয়াকে দেখার শখ জাগে নাঈমের।
সিনথিয়ার পার্সোনাল সমস‍্যার কারনে সরাসরি দেখা করটা অসম্ভব হয়ে পড়ে।পরবর্তীতে সে মেসেঞ্জারেই তার একটা ছবি পাঠায় নাঈমকে।নাঈম সিনথিয়াকে প্রথম দেখার পর অতিরিক্ত আবেগের বশতে চুমু খেতে থাকে। সে আবেগের ঠ‍্যালায় ভুলেই গেছিলো তার যে মোবাইলের স্ক্রিন ভাঙ্গা।যার কারনে নাঈমের ঠোঁট কাটা যায় এবং সে বর্তমানে মা ও শিশু হাসপাতালে র্ভতি🥴

Comments