শুক্রবার ও সরকারি ছুটি বাদদিলে বয়স মাত্র সতেরো -দাবী পূর্ণিমার




বতর্মান বাংলাদেশের অভিনেত্রীদের মধ‍্যে সবচেয়ে জনপ্রিয় পৃর্ণিমা।

অনেকই তার বয়স নিয়ে প্রায়ই সময় হাসি ঠাট্টা ও ট্রল করে থাকে।
একাধারে তিন প্রজন্মের ক্রাশ পূর্ণিমা। বাপ-দাদা-নাতি কেউ বাদ যায়নি।
বয়স ধীরে ধীরে বাড়তে থাকলেও রুপ ও লাবণ‍্য কমেনি একটুও বরং বৃদ্ধি পাচ্ছে।
সবার নানান মতবাদ অতিষ্ট হয়ে গত সোমবার এক সংবাদ সম্মেলনে নিজের বয়স তুলে ধরেন পূর্ণিমা।
তখন কথার প্রসঙ্গে বলেন,"শুক্রবার ও সরকারি ছুটি বাদদিলে বয়স মাত্র সতেরো "

 

Comments