অব্যবহৃত "ব্রা" দিয়ে মাস্ক বানিয়ে চীনে রপ্তানী করে কোটিপতি চাঁদপুরের আরেফিন

প্রায় ৪০০ কোটি জনসংখ্যার দেশ চীন।

এখানকার মানুষ খুবই চতুর এবং কর্মঠ।
সম্প্রতি একটা মহামারী ভাইরাস আঘাত হেনেছে চীনে।
নাম তার "করোনা ভাইরাস"। বাতাসের মাধ্যমে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে পৌঁছে যায়।
এর থেকে বাঁচার জন্য তারা প্রতিষেদক আবিস্কার না করলে অধিকসংখ্যক আসনবিশিষ্ট হসপিটাল নির্মাণ করেছে চীন।তারা প্রতিনিয়তই মাস্ক ইউজ করতেছে।মাস্কের চাহিদা খুবই বেশি।চাহিদা অনুযায়ি উৎপাদন কম সেখানে
লিটন মাহমুদ নামের এক অভদ্রলোকের পরামর্শে বিভিন্ন বাড়ি থেকে "ব্রা" সংগ্রহ করে সেইগুলা দিয়ে মাস্ক বানিয়েছে চাঁদপুরের অসাধু,কুখ্যাত ব্যবসায়ী আরেফিন।
ব্যবসায় ভালো সফলতা পেয়েছে। প্রতিদিন গড়ে ২০ লাখ মাস্ক বিক্রি হতো তার।
একেই বলে সম্পদের পুণ:ব্যবহার।
সব বুদ্ধি লিটন দিলেও টাকার বেলায় সে হোগাম্রা খায়

Comments