পাবলিক টয়লেটে "বাল" ফালাতে গিয়ে হেনস্থা হলো সাইফুল
"ভোগেই নয়, ত্যাগেই প্রকৃত সুখ"এ যেনো এক মহাবাণী।
গত পড়শু সোনাপুর উপজেলার হেডাভাঙ্গা গ্রামের একটি পাবলিক টয়লেটের সামনে ঘটে যায় এক নির্মম ঘটনা যাহা খুবই লজ্জাদায়ক।
মানুষ তার অতিব প্রয়োজনে যায় টয়লেটে।অনেক সময় লাইনের পর লাইনে প্রচুর চাপ নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়।
এ ক্ষেত্রে আমাদের উচিত নিজে অল্প সময়ে কাজ সারিয়ে অন্যের মুখে হাসি ফোঁটানো।
তাহ না করে বদনার ভিতরে যন্ত্রপাতি নিয়ে টয়লেটে যায় সাইফুল।বাহিরে ১০ জনের সিরিয়াল।সর্বোচ্চ ৫ মিনিট সময় থাকা স্বত্বেও ১৫ মিনিট সময় পার হওয়ার পরও খোঁজ নেই সাইফুলের।
পিছনে লাইনে থাকা পাবলিক রেগে গিয়ে দরজা ধাক্কা দিয়ে ভেঙ্গে দেখে সে বাল ফালাইতাছি।রাগে, ক্ষোভে আচ্ছা কেলানি দিলো উপস্থিত জনগণরা।অত:পর তারা চ্যাঙধোলাই করে পানিতে ফেলে দেয় সাইফুলকে
গত পড়শু সোনাপুর উপজেলার হেডাভাঙ্গা গ্রামের একটি পাবলিক টয়লেটের সামনে ঘটে যায় এক নির্মম ঘটনা যাহা খুবই লজ্জাদায়ক।
মানুষ তার অতিব প্রয়োজনে যায় টয়লেটে।অনেক সময় লাইনের পর লাইনে প্রচুর চাপ নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়।
এ ক্ষেত্রে আমাদের উচিত নিজে অল্প সময়ে কাজ সারিয়ে অন্যের মুখে হাসি ফোঁটানো।
তাহ না করে বদনার ভিতরে যন্ত্রপাতি নিয়ে টয়লেটে যায় সাইফুল।বাহিরে ১০ জনের সিরিয়াল।সর্বোচ্চ ৫ মিনিট সময় থাকা স্বত্বেও ১৫ মিনিট সময় পার হওয়ার পরও খোঁজ নেই সাইফুলের।
পিছনে লাইনে থাকা পাবলিক রেগে গিয়ে দরজা ধাক্কা দিয়ে ভেঙ্গে দেখে সে বাল ফালাইতাছি।রাগে, ক্ষোভে আচ্ছা কেলানি দিলো উপস্থিত জনগণরা।অত:পর তারা চ্যাঙধোলাই করে পানিতে ফেলে দেয় সাইফুলকে
Comments
Post a Comment