নিষেধাজ্ঞা ফেরিয়ে আবার ঘরোয়া ক্রিকেটে মাঠ কাঁপাবেন সাকিব
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন, বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র , বাংলাদেশের ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান আর মাত্র কয়েক ঘণ্টা পরেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন নিষেধাজ্ঞা কাটিয়ে।
গত বছর আজকের এই দিনে জুয়াড়িদের প্রস্তাব গোপন রাখার অভিযোগে নিষেধাজ্ঞা আসে সাকিবের ক্রিকেট খেলার উপর। সাকিবের ক্রিকেটে ফেরা নিয়ে ক্রিকেটখোর আয়োজিত কাউন্ট ডাউন পোস্টের আজ শেষ পর্বে ১ নিয়ে সাকিবের ক্যারিয়ারের নানান পরিসংখ্যান।
🏏সাকিব আল হাসান টেস্ট ক্রিকেটে ১ টি ডাবল সেঞ্চুরি করেছেন ।
🏏টি-২০ তে সাকিব আল হাসান একবার ৫ উইকেট পেয়েছেন ।
🏏 টি-২০ ও ওয়ানডে অভিষেক ম্যাচে সাকিব আল হাসান ১ উইকেট নিয়েছিলেন।
🏏 সাকিব এর খেলা সর্বশেষ টি-২০ ম্যাচে সাকিব নিয়েছিলেন ১ উইকেট।
🏏 টেস্টে সাকিব ১ রানে আউট হয়েছেন ৩ বার , ওয়ানডে ম্যাচে সাকিব ১ রানে আউট হয়েছেন ৬ বার, টি-২০ তে ১ রানে আউট হয়েছেন ৪ বার।
🏏 টেস্ট, ওয়ানডে ও টি-২০ তে সাকিবের সর্বোচ রানের স্কোর করেছে সব গুলোই ম্যাচের ১ম ইনিংসে।
🏏 অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত বিপক্ষে টেস্টে ১ করে অর্ধশতক রয়েছে সাকিবের।
🏏 টেস্টে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা , ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ বার করে শূন্য রানে আউট হয়েছেন সাকিব
🏏 ভারত ও পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১ বার করে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন সাকিব।
🏏 টেস্টে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব ১ বার করে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন সাকিব।
🏏 টি-২০ আফগানিস্তান, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে ১ টি করে অর্ধশতক রয়েছে সাকিবের
🏏 টি-২০ জিম্বাবুয়ে ও ওমানের বিপক্ষে ১ বার করে ৪ উইকেট নিয়েছেন সাকিব।
🏏 ওয়ানডেতে কানাডা, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ করে সেঞ্চুরি করেছেন সাকিব।...
🏏 ওয়ানডেতে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড এর বিপক্ষে ১ টি করে অর্ধশত রয়েছে সাকিবের ।
🏏 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব ১ বার ইনিংসে ৪ উইকেট পেয়েছেন।
🏏 আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব ১ বার করে ৫ উইকেট নিয়েছেন।
🏏 ২০০৭,২০০৮,১০,১৪,১৭, সালে ওয়ানডে ম্যাচে ১ করে সেঞ্চুরি করেছেন সাকিব।
#WellcomebackShakib
#CountDownShakib
Comments
Post a Comment